বানারীপাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে অর্থদণ্ড
by বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিবরিশালের বানারীপাড়ার বিশারকান্দিতে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে কনের চাচাকে মোবাইল কোর্টে অর্থদণ্ড করা হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আ.আজিজের মেয়ে ও স্থাণীয় আজিজুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী সুখীর (১৫) সঙ্গে ৮ নং ওয়ার্ডের আ.হাকিমের ছেলে ভাড়ায় মটরসাইকেল চালক কামরুলের বিয়ের আয়োজন করা হয়।
এ খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ পুলিশ পাঠিয়ে বিশারকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কনের ফুফুর বাড়িতে বিয়ের আয়োজনস্থল থেকে কনে ও তার চাচা ইব্রাহিমকে আটক করে নিয়ে আসেন।
পরে মোবাইল কোর্টে কনের চাচা ইব্রাহিমকে তিন হাজার টাকা জরিমানা করে ওই স্কুল ছাত্রীর বয়স না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা রাখেন।