চট্টগ্রামের বিআইটিআইডিতে ৩ দিন করোনা পরীক্ষা হবে না

by

ল্যাব প্রধানসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবটি জীবাণুমুক্ত করা হবে। এ কারণে চট্টগ্রামের করোনা পরীক্ষার বড় এ ল্যাবে আজ থেকে তিনদিন করোনা পরীক্ষা হবে না।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী। সিভিল সার্জন বলেন, ল্যাব প্রধানের সঙ্গে একজন  টেকনেশিয়ানও আক্রান্ত হন। সে কারণে বিআইটিআইডি ল্যাব জীবাণুমুক্ত করার জন্য শুক্র, শনি ও রবিবার সেখানে নমুনা পরীক্ষা হবে না। আগামী সোমবার থেকে পুনরায় বিআইটিআইডিতে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হবে।

বিআইটিআইডি মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ও করোনা ল্যাব প্রধান সহযোগী অধ্যাপক ডা. শাকিল আহমেদের গত মঙ্গলবার ওই প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

করোনাভাইরাসে আক্রান্তে পর থেকে ডা. শাকিল আহমেদ এবং  টেকনোলজিস্ট বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।