https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/29/7fca25687b51cf3e6da79241f1e329a5-5ed0c5f9004d4.jpg
আত্মজীবনী নিয়ে কথা বলতেই হলো স্টোকসকে। ফাইল ছবি

ভারত ইচ্ছে করে হেরেছে বলেননি স্টোকস

by

আত্মজীবনী এখনো বের হয়নি, তার আগেই হিট বেন স্টোকস। 'অন ফায়ার' নামের বই দিয়ে আগুন জালিয়েই যাচ্ছেন। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বিরাট কোহলিকে খুঁচিয়েছেন। আবার সে ম্যাচে ভারতের ব্যাটিং দেখে বলেছেন, ভারতের জেতার ইচ্ছে ছিল মনে হয়নি। এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর আবার বলছেন, কোথাও বলেননি যে ভারত ইচ্ছে করে হেরেছে।

বার্মিংহামের বিশ্বকাপের গ্রুপ ম্যাচ নিয়েই যত ঘটনা। সে ম্যাচে মাঠের এক দিকের সীমানা ৫৯ মিটার বলে ম্যাচ শেষে ক্ষোভ জানিয়েছিলেন বিরাট কোহলি। এটা স্টোকসের কাছে হাস্যকর মনে হয়েছে। আর ৩৩৭ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমেও ভারতের ব্যাটিং প্রশ্নবিদ্ধ মনে হয়েছে এই অলরাউন্ডারের কাছে। ইনিংসের শুরুতে রোহিত শর্মা ও বিরাট কোহলি এবং শেষে ধোনির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন, '১১ ওভারে যখন ১১২ রান দরকার, তখন ব্যাট করতে নামা ধোনির ব্যাটিং খুবই অদ্ভুত ছিল। ছক্কা না মেরে সিঙ্গেল নেওয়ার দিকেই ঝোঁক ছিল তাঁর। যখন ১২ বল বাকি ছিল, তখনো জেতার অবস্থায় ছিল ভারত।'

সেদিন ৩১ বলে ৪২ রান করেছিলেন ধোনি। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি কম ছিল বলে ভারত ৩১ রানে হারে সে ম্যাচ। ৭৬ বলে ৬৬ কোহলি ও ১০৯ বলে ১০২ করা রোহিতের ইনিংসেরও কড়া সমালোচনা করেছেন স্টোকস, 'রোহিত শর্মা ও বিরাট কোহলি যেভাবে ব্যাট করছিল, রহস্য জনক। আমি জানি আমরা দারুণ বল করেছি ওই সময়টায়। তবু ওরা যেভাবে ব্যাটিং করছিল সেটা ছিল অদ্ভুত। ওরা দলকে পিছিয়ে পড়তে দিয়েছে। আমাদের চাপে ফেলার কোনো আগ্রহই দেখায়নি। শুধু টিকে থেকে ইনিংস গড়েছে, এতে ম্যাচ আমাদের হাতে চলে এসেছে।' নিজের প্রকাশিতব্য বইয়ে স্লগ ওভারে ভারতের ব্যাটিং সম্পর্কেও লিখেছেন, 'ধোনি কিংবা তাঁর সঙ্গী কেদার যাদবের মধ্যে কোনো চেষ্টাই দেখিনি। আমার মনে হয়, জয়ের যদি এক ফোটা সম্ভাবনাও থাকে, সব সময় মারার চেষ্টা করা উচিত।'

ভারতের ব্যাটিং অদ্ভুত মনে হওয়া এবং 'জেতার আগ্রহ' না থাকাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ধরে নিয়েছে 'ইচ্ছে করে হারা'র সমতূল্য। এবং তারা সেটাই শিরোনাম করেছে। লিখেছে, বিশ্বকাপে ভারত ইচ্ছে করে হেরেছে বলে মনে হয়েছে স্টোকসের। এ নিয়ে টুইটারে একজন বেন স্টোকসকে ট্যাগ করে প্রশ্ন করেছেন, 'বেন স্টোকস কোথায় বলেছেন ইংল্যান্ডের কাছে ইচ্ছে করে হেরেছে ভারত? আমাকে কেউ দেখাতে পারবেন?'

এ টুইটের উত্তরেই বেন স্টোকস বলেছেন, 'কোথাও পাবেন না কারণ আমি এটা কখনো বলিনি। এটাকে বলে “অর্থ বদলে দেওয়া” বা “ক্লিকবেইট।”' বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচ নিয়েই বইয়ে লিখেছেন। দেখা যাক, আর কত ঝড় তুলতে পারেন স্টোকস।