https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/29/image-168112.jpg

কুমিল্লায় করোনায় প্রাণ হারালেন ব্যবসায়ী

by

কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

মৃতের নাম হেদায়েত উল্লাহ তালুকদার (৫৫)। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামে।

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হেদায়েত উল্লাহ চট্টগ্রামে ডিমের ব্যবসা করতেন। করোনা উপসর্গ নিয়ে তিনি বাড়িতে আসেন। এরপর তার পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহের পর সবার করোনা পজেটিভ আসে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। ১৪ দিন আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার অবস্থার অবনতি দেখে হেদায়েত উল্লাহকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/২৯মে/প্রতিনিধি/এমআর