করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো ভারত
by বিদেশ ডেস্কসর্বশেষ দেশ হিসেবে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে ভারত। বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনায় মৃতের সংখ্যা চার হাজার ৬৯৫ জন ছাড়িয়ে গেছে। আর ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৩৮ জনে। ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত এখন এশিয়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃতের দেশ।
এক মাসেরও কম সময়ের মধ্যে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চারগুণ বেড়েছে। গত এক সপ্তাহে দেশটিতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই গতিতে বাড়ছে সেখানে আক্রান্তের সংখ্যা। সরকারি বিশেষজ্ঞরা স্বীকার করতে শুরু করেছেন জুন বা জুলাইয়ের আগে দেশটির প্রাদুর্ভাব চূড়ায় পৌঁছাবে না।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে চীনের দ্বিগুণ ছাড়িয়ে গেছে। ইরানের আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গেছে দেশটি। বৃহস্পতিবার দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৯ জনে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে ভারত এখন নবম সর্বোচ্চ আক্রান্তের দেশ।
ভারতের জর্জ ইনস্টিটিউট অব গ্লোবাল হেলথ-এর নির্বাহী পরিচালক বিবেকানন্দ ঝা বলেন, ‘আশা করা হয়েছিল লকডাউন সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তা হয়নি।’