জাভি হতে পারবেন মেসি'
by খেলা ডেস্কলিওনেল মেসির ফুটবলীয় বুদ্ধিমত্তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে ব্যাপারটাই এবার একটা চমকপ্রদ উদাহরণের মাধ্যমে আরেকবার সবাইকে মনে করিয়ে দিলেন বার্সেলোনার সাবেক সহকারী কোচ দমেনেক তরেন্ত
একজন ফুটবলার হিসেবে যা যা গুণাবলি থাকা প্রয়োজন, লিওনেল মেসির সবগুলোই আছে যেন। আর সেই গুণাবলির প্রমাণ সবচেয়ে বেশি পেয়েছে বার্সেলোনার কোচিং দল।
বার্সায় মেসিদের সাবেক কোচ পেপ গার্দিওলা একটা বিখ্যাত উক্তি আছে। মেসি যে শুধু স্ট্রাইকার হিসেবেই সেরা, তা নয়। মেসিকে মাঠের যে পজিশনে খেলানো হবে, সে চাইলে সে পজিশনের সেরা হওয়ার যোগ্যতা রাখে – এমনটাই মনে করেন গার্দিওলা। নিজের সাবেক 'উর্ধ্বতন কর্মকর্তা'র সঙ্গে এবার একমত পোষণ করলেন বার্সেলোনায় থাকাকালীন গার্দিওলার সহকারী কোচ দমেনেক তরেন্ত।
তরেন্তের মতে, সেন্ট্রাল মিডফিল্ডে খেলার যাবতীয় গুনাবলি আছে মেসির, 'মেসি অনেক বুদ্ধিমান একজন খেলোয়াড়। ও যদি চায়, তাহলে কিছুদিন পর জাভির মতো মাঝমাঠে খেলা শুরু করে দিতে পারে। ওর সেই যোগ্যতা আছে।'
কী সেই যোগ্যতা? সেটারও ব্যাখ্যা দিয়েছেন তরেন্ত, 'ও প্রায়ই স্ট্রাইকিং পজিশন থেকে মাঝমাঠে নেমে আসে বল নেওয়ার জন্য। বল একবার পায়ে গেলেই হয়েছে, বল হারায় না কখনো। পাসিং ক্ষমতা দুর্দান্ত। মাঝমাঠ থেকে সতীর্থদের গোলে সহায়তাও করতে পারে প্রচুর। যে কারণে আমার মতে হয়, ও চাইলে জাভির মতো মাঝমাঠে খেলে দেখতে পারে। স্বাভাবিকভাবেই বয়স বাড়ার কারণে ওর গতি আগের চেয়ে কমে যাবে। তখন নিজের ফুটবলীয় দূরদৃষ্টির প্রমাণ ও দিতে পারবে মাঝমাঠে খেললে। ও এমনিতেই বছরের পর বছর ওর শরীরের যত্ন নিয়েছে ভালোভাবে। তাই ওই পজিশনে খেলার মতো ফিটনেসও ওর আছে। বাকিটা ওর ইচ্ছা।'
মেসির দক্ষতায় বারবার পঞ্চমুখ হয়েছেন এই কোচ, 'মেসির সঙ্গে কারওর তুলনা চলে না। পনেরো বছর ধরে একইভাবে শীর্ষে থাকা চাট্টিখানি কথা না। এ জীবনে ওর মতো আর কাউকে দেখব বলে মনে হয় না। ও যখন বাজে খেলে, তখনও সে তাঁর দলকে কিছু না কিছু দেয়। মেসির বাজে খেলার মানে হলো অন্তত দুটি গোল বানিয়ে দেওয়া বা এমন কিছু করা যাতে দুটি গোল হয়।'
বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার মানা হয় জাভি হার্নান্দেজকে। এখন দেখার বিষয়, মেসি সিদ্ধান্ত বদলে মিডফিল্ডে খেলা শুরু করে জাভিকে ছাপিয়ে যেতে পারেন কী না!