রাণীশংকৈলে মাদরাসা শিক্ষক করোনায় আক্রান্ত

by

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে গতকাল বৃহস্পতিবার রাতে নতুন করে আরো একজনের করোনা শনাক্ত হয়েছেন। তাকে রাতেই রানীশংকৈল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান টিএইচএ ডা. আব্দুস সামাদ চৌধুরী জানান।

জানা গেছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি উপজেলার বাঁশবাড়ি গ্রামে। তিনি ঢাকার একটি মাদরাসার শিক্ষক এবং কয়েক দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।

এদিকে এ নিয়ে চারজন করোনা রোগী রানীশংকৈল হাসপাতালে ভর্তি হয়ে তিনজনই করোনামুক্ত
হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ জন।