কার্যকারিতা পরীক্ষা শেষ হবে কবে জানায়নি বিএসএমএমইউ
by নিজস্ব প্রতিবেদক, ঢাকাগণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষা চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। কবে নাগাদ এই পরীক্ষার ফলাফল ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে কিছু জানায়নি বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড–১৯ র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী মুহিব উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির পর গত মঙ্গলবার বিএসএমএমইউ আবার কাজ শুরু করেছে। কিটের অ্যান্টিবডি (ভাইরাস শরীরে থাকা অবস্থায়) শনাক্তের কার্যকারিতা পরীক্ষার বড় অংশই শেষ হয়েছে। অ্যান্টিজেন (একসময় ভাইরাসের সংক্রমণ হয়েছিল তা নিশ্চিত হওয়া যাবে) শনাক্তের কার্যকারিতা পরীক্ষা চলছে।