দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের চাপ

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/29/c859bdde16e9b8a4be0788c5c4166a23-5ed08161ecb9e.jpg
দৌলতদিয়া ঘাট (ছবি: রাজবাড়ী প্রতিনিধি)

ঈদের পঞ্চম দিনে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। শুক্রবার (২৯ মে) সকাল ৮টার পর থেকে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী সাধারণ যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে সাতটি ফেরি চলাচল করছে। প্রয়োজনে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ঘাট এলাকা ও ফেরিতে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করতে মাঠে রয়েছে।