লাশ দাফনে সবখানে হাজির ইউএনও সাইদুল
by সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিকরোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের লাশ দাফনে যখন স্বজনদের পাওয়া যাচ্ছেনা, তখন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম স্বেচ্ছায় হাজির হচ্ছেন সেখানে। বৃহস্পতিবার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শামীম ভূইয়া (৪৮) নামের ব্যক্তি। বিকেলে তার দাফন কাফনের সব ব্যবস্থা করেন ইউএনও সাইদুল ইসলাম। এ পর্যন্ত মারা যাওয়া ছয়জনের লাশ দাফনেই মূল ভূমিকা রেখেছেন তিনি।
সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে প্রতিবেশি, স্বজনরা এড়িয়ে চলছেন আক্রান্তদের। আর কেউ মারা গেলে পরিস্থিতি হচ্ছে আরও মর্মান্তিক। দাফন-কাফনে সহযোগিতা করছেন না কেউ। অথচ সোনারগাঁয়ের ইউএনও সংবাদ পেলেই নিজ দায়িত্বে লাশের দাফন কাফনের ব্যবস্থা করছেন। এমনকি মৃতের পরিবার ও আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টিনে রেখে খাবার সরবরাহ করছেন নিয়মিত। এ পর্যন্ত সোনারগাঁয়ে যে ছয়জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের প্রত্যেকের গোসল,জানাযা ও দাফন কাজ হয়েছে ইউএনও সাইদুল ইসলামের ও স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘ বৃহস্পতিবার শামীম নামে একজনের মৃত্যু সংবাদ পেয়ে স্বেচ্ছাসেবক নিয়ে সেখানে গিয়েছিলাম। নিজ হাতে তার লাশ দাফন করেছি। মানব সেবাই পরম ধর্ম। তাই এভাবে মানুষকে সহযোগিতা করে আত্মতুষ্টি লাভ করতে চাই।’