করোনা তাড়াতে মন্দিরে ‘নরবলি’ দিলেন পুরোহিত!
by আন্তর্জাতিক সময় ডেস্ককরোনাভাইরাস বা কোভিড-১৯ থেকে মুক্তি পেতে হলে মন্দিরে নরবলি দিতে। এমনটাই নাকি স্বপ্ন দেখেছেন পুরোহিত। তাই মন্দিরে এক ব্যক্তির মাথা কুড়াল দিয়ে কেটে বলি দিলেন তিনি।
বৃহস্পতিবার (২৮ মে) ভারতের ওড়িশার কটকে এক স্থানীয় মন্দিরে এ ঘটনা ঘটেছে। নরবলির পর ওই পুরোহিত পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে তাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধধবার গভীর রাতে নরসিংহপুর থানা এলাকায় বাঁধহুদা গ্রামের কাছে একটি স্থানীয় মন্দিরে এ ঘটনা ঘটে। ওই মন্দিরের ৭২ বছরের পুরোহিত সংসারী ওঝার বিরুদ্ধে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের নাম সরোজকুমার প্রধান (৫২)।
পুলিশ জানিয়েছে, সকালে থানায় এসে আত্মসমর্পণ করে ঘটনার কথা স্বীকার করেছেন সংসারী ওঝা। তবে তদন্তকারীদের কাছে তার দাবি, করোনাভাইরাসকে বিনাশ করতে মন্দিরের দেবীর কাছ থেকে নরবলির স্বপ্নাদেশ পেয়েছিলেন তিনি।