চন্দনাইশে ৪ পুলিশসহ আরো ১২ জন করোনায় আক্রান্ত

by

চট্টগ্রামের চন্দনাইশ থানার চার পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মমচারীসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের  বিআইটিআইডি রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়। 

করোনায় আক্রান্তরা হলেন- চন্দনাইশ থানার এসআই(সাব ইন্সপেক্টর) আসাদুজ্জামান, পুলিশ কনস্টেবল যথাক্রমে-নুরুল হোসাইন, মোহাম্মদ জোবাইর, নুর মোহাম্মদ, চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মোহাম্মদ মাঈনুদ্দীন, চন্দনাইশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষণ কর্মকর্তা শওকাত হোসেন সবুজ, চন্দনাইশ পৌর সদর এলাকার নাসির ডিলার বাড়ির আবদুল করিমের ছেলে ব্যবসায়ী আব্দুল আজিজ চৌধুরী, পৌর সদর এলাকার হাজির পাড়ার বাসিন্দা মোহাম্মদ হানিফ,  বরমা ইউনিয়নের চর বরমা এলাকার মনজুর মোর্শেদ খান, বৈলতলী ইউনিয়নের মোহাম্মদ ফরহাদুল ইসলাম ও কান্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকার নজরুল ইসলাম। 

এদের প্রত্যেকের কাছ থেকে নমুনা সংগ্রহ করেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  টেকনোলজিষ্ট (ইপিআই)আক্তারুজ্জামান রবিউল ও  মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ছোটন কুমার পাল।