https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/27/image-167926.jpg

সুনামগঞ্জে নতুন করে চিকিৎসক, পাঁচ পুলিশ করোনায় আক্রান্ত

by

সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক (আরএমও) ও আরও পাঁচ পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৩ জন পুলিশ সদস্য আক্রান্ত হলেন। এ ছাড়া এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।

বুধবার রাতে সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার ১০৮ জানের নমুনা সংগ্রহ করে সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে বুধবার ৬ জনের করোনা টেস্টে পজেটিভ এসেছে। এদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সাঈদুর রহমান রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে আক্রান্ত ৫ পুলিশ সদস্যকে সুনামগঞ্জ পুলিশ লাইন্স হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সাঈদুর রহমানকে স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ কোয়াটারে আইসোলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল জেলার দোয়ারাবাজার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত হন এক সৌদি প্রবাসীর স্ত্রী। তবে, তিনিই প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)