সিলেট ও সুনামগঞ্জে শনাক্ত আরো ৪৮ জন

by

সিলেট ও সুনামগঞ্জে বুধবার আরো ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক, ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সদস্য রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪২ জন ও সুনামগঞ্জের ৬ জন রয়েছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে বুধবার ১৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর মধ্যে দুজন চিকিৎসক,টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদিক, একজন ব্যাংক কর্মকর্তা ও তিন পুলিশ সদস্য আছেন।

সিলেটে আক্রান্তদের মধ্যে মহানগর ও সদর উপজেলায় ২৪ জন, গোলাপগঞ্জে তিনজন, জকিগঞ্জে চারজন, জৈন্তাপুরে ছয়জন, কানাইঘাটে দুজন, ফেঞ্চুগঞ্জে একজন এবং ওসমানীনগর উপজেলায় দুজন রয়েছেন। 

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বুধবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।