হাওরে নৌকাডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

by

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর দেবেশ চন্দ্র সরকার (৩৮) নামে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী টাঙ্গুয়ার হাওরের কৈয়েরকুড়ি নামক বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দেবেশ চন্দ্র সরকার উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মাকড়দি গ্রামের জামিনী চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর থানাধীন মাকড়দি গ্রামের জামিনী চন্দ্র সরকারের ছেলে দেবেশ চন্দ্র সরকারসহ একই গ্রামের আরো তিনজন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে একটি ছোট নৌকা নিয়ে বাড়ির পাশের টাঙ্গুয়া হাওরের কৈয়েরকুড়ি নামক বিলে জাল দিয়ে মাছ ধরতে যান। পরে মাছ ধরারত অবস্থায় রাত ৮টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ওই বিলের পানিতে তাদের নৌকাটি ডুবে যায়।

এসময় তার সঙ্গে থাকা অন্য তিনজন জেলে সাঁতার কেটে বিলের পাড়ে উঠতে পারলেও দেবেশ চন্দ্র সরকার পানিতে ডুবে নিখোঁজ হন। পরে খবর পেয়ে গ্রামের লোকজন রাতভর ওই বিলে জাল ফেলে তাকে উদ্ধার করার জন্য খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। এ অবস্থায় বুধবার বিকেল ৩টার দিকে স্থানীয়রা ওই বিলের এক পাশে দেবেশের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত দেবেশ সরকারের স্ত্রী বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের পর ওইদিন বিকেলেই লাশ বাড়িতে নিয়ে যান।