ফুলবাড়িয়ায় শিক্ষক পরিবারের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

by

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাও. মো. হেলালুর রহমান ও তার পরিবারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাবেক, বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

আজ ভবানীপুর ফাজিল মাদরাসা সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা মাও. হেলালুর রহমান ও তার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় হেলুলুর রহমান ছোট ভাই অধ্যক্ষ মাহবুবুল আলম বাদী হয়ে আবদুস সালাম, নাসিম, নাসির, আলীসহ ৯ জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার ইফতারের পরে স্থানীয় প্রভাবশালী আবদুস সালামের প্রত্যক্ষ মদদে ছেলে নাসিম ও তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় মাও. হেলালুর রহমান (৬৬), বৃদ্ধা মা (৮২) ভাই, ভাইবৌ, ছেলে, ৩ ভাতিজাসহ পরিবারের ৮ জন আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় মাও. হেলালুর রহমানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালেভর্তি করা হয়। অন্যান্যদের আছিম বাজারে ডা. কামরুজ্জামানের চেম্বারে চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং ঘটনাস্থলে আমি নিজেই গিয়েছিলাম।