বান্দরবানে আরো ৪ জনের করোনা শনাক্ত

by

আক্রান্তের দিক থেকে পিছিয়ে থাকা বান্দরবানে বুধবার একই দিনে নতুন করে আরো ৪ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই মারমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩-এ দাঁড়াল। এর মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, কমিউনিটি ক্লিনিক হেলথ প্রভাইডার, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য, পোশাক শ্রমিক, নারী ও শিশু রয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ১৮ থেকে ২০ মে এই ৪ জনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। বুধবার তাদের নমুনায় পজিটিভ শনাক্তের তথ্য জানায় ল্যাব কর্তৃপক্ষ।

এর আগে জেলার অন্য ৪টি উপজেলায় করোনা শনাক্ত পাওয়া গেলেও বান্দরবান সদর, রুমা এবং রোয়াংছড়ি ছিল করোনা মুক্ত। ২৫ মে এবং ২৭ মে নতুন করে আক্রান্ত হওয়ার পর সব উপজেলাতেই করোনার ছোবল ধরা পড়ল।

বান্দরবান জেলায় আক্রান্তদের মধ্যে নাইক্ষংছড়ি উপজেলায় ৮, লামায় ৬, সদর ৪, থানচিতে ২, আলীকদম ১, রুমা ১ এবং রোয়াংছড়িতে ১ জন রয়েছে।

বুধবার শনাক্ত হওয়াদের মধ্যে ১১ বছরের একজন ও ১৮ বছরের একজন রয়েছে।
এছাড়া ২৫ মে শনাক্ত হওয়া পোশাক শ্রমিকের রুমমেটের নমুনায়ও করোনা সংক্রমণ ধরা পড়েছে।