খাগড়াছড়িতে উপসর্গ নিয়ে নারীর মৃত্যু
by রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিখাগড়াছড়ির মানিকছড়িতে করোনার উপর্সগ নিয়ে মারা গেছেন একজন গার্মেন্ট শ্রমিক। শারমিন আক্তার নামের নারী কর্মী চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সূত্র জানায়, গার্মেন্ট কর্মী শারমিনের গ্রামের বাড়ি মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নে। ছয়দিন আগে প্রশাসনের নজরদারি এড়িয়ে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। উপসর্গ লুকিয়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। এরই এক পর্যায়ে তিনি মারা যান।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন খীসা জানান, করোনা পরীক্ষার জন্য নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর বাড়ি লকডাউন করা হয়েছে। তার প্রতিবেশি ও স্বজনদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখার প্রক্রিয়া শুরু হয়েছে।’