এক করোনা রোগী থেকে আক্রান্ত ১৮ জন
by নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার নাঙ্গলকোটে এক করোনা রোগী থেকে আক্রান্ত হয়েছে ১৮ জন। আজ বুধবার নতুন করে পজেটিভ রিপোর্ট এসেছে আরো ৫ জনের। এদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। উপজেলায় মোট করোনা আক্রান্ত ৫০ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেব।
নতুন করে পজেটিভ রিপোর্ট এসেছে উপজেলার দৌলখাঁড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম, নাঙ্গলকোট নোভা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন এবং ওই হাসপাতালের ওটি সহকারী মিজানুর রহমান তুহিন, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট হাবিবুর রহমান, খাটাচৌঁ কমিউনিটি ক্লিনিকেরর স্বাস্থ্য সহকারী গোলাম মহি উদ্দিন।
এদের মধ্যে নোভা হাসপাতালের দুজন আক্রান্ত হয়েছে পাশ্ববর্তী এ্যাপলো হাসপাতালের মার্কেটিং অফিসার উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের এনায়েত উল্লাহর সংস্পর্শে এসে। এ পর্যন্ত এনায়েত উল্লাহর সংস্পর্শে এ উপজেলায় মোট ১৮জন করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন করে পজেটিভ রিপোর্ট আসা দৌলখাঁড় গ্রামের মৃত সিরাজুল ইসলাম চট্টগ্রাম থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়ীতে এসে গত ২৩ মে শনিবার মৃত্যু বরণ করেন।
এদিকে নাঙ্গলকোট নোভা হাসপাতাল ও মৌকরা ইউনিয়নের খাটাচৌ কমিউনিটি ক্লিনিক লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।