লকডাউন বাড়িতে উপহার নিয়ে হাজির ইউএনও

by

করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে উপহার নিয়ে হাজির হচ্ছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম। আক্রান্ত ছাড়াও যেসব বাড়ি লকডাউন করা হয়েছে তাদের সকলের জন্য পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী। 

সূত্র জানায়, বালিয়াকান্দির ইউএনও এ কে এম হেদায়েতুল ইসলাম ঈদের দিন ও পরদিন ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার। রাজবাড়ীতে বুধবার পর্যন্ত ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১২ জনই বালিয়াকান্দির। আর এসব আক্রান্তের স্বজন ও প্রতিবেশি মিলিয়ে ২৬টি পরিবার রয়েছে লকডাউনে।

লকডাউনে থাকা পরিবারগুলোতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর যোগান দিচ্ছেন ইউএনও। ঈদের নামাজ আদায় করেই তিনি ছুটে যান বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাকছিরডাংগী গ্রামে। ২২টি পরিবারের সদস্যদের কাছে তিনি পৃথকভাবে খাবারের প্যাকেট তুলে দেন। সেসব প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি সেমাই, ২ কেজি মসুর ডাল, ১ প্যাকেট লাচ্ছা, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৩ হালি ডিম, ১ কেজি লবন, ১ কেজি বুটের ডাল, ২শত গ্রাম গুড়ো দুধ ও ১ কেজি চিনির প্যাকেট। মঙ্গলবার সন্ধ্যায় তিনি উপজেলার জংগল ইউনিয়নের সাধুখালী গ্রামের করোনা আক্রান্ত পরিবারসহ অন্যান্য ২০ টি পরিবারে  খাবার সামগ্রী পৌঁছে দেন।

ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘লকডাউনের শিকার পরিবারগুলো যেন সমস্যায় না পড়ে সে চেষ্টা করে যাচ্ছি। সংকটের দিনে তাদের এ সহযোগিতা সাহস বাড়াবে।’