ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

by

দিনাজপুরের পার্বতীপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে হাবড়া ইউনিয়নের আদিবাসী মাহালীপাড়া গ্রামের ৪২ পরিবারের মাঝে পরিবারপ্রতি ২ বান (বান্ডিল) করে টিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার আনিছ প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার রাতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পার্বতীপুর উপজেলার ৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাবড়া, হামিদপুর, হরিরামপুর ও মোস্তফাপুর এ চারটি ইউনিয়নে। সোমবার দিনাজপুর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাড়ে ৭০০ পরিবারের মাঝে খাদ্য শস্য ও নগদ টাকা প্রদান করেন।