কুমিল্লার করোনা আক্রান্ত শিক্ষকের মৃত্যু

by

কুমিল্লার মনোহরগঞ্জ নীলকান্ত সরকারি কলেজের প্রভাষক মো. আল মামুন (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ঈদের আগেরদিন রবিবার তার করোনা শনাক্ত হয়েছিল। দুদিন পরই তার মৃত্যু হয়।

সূত্র জানায়, মো. আল মামুন নীলকান্ত সরকারি কলেজে দর্শণ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার এয়াছিনপুর গ্রামে। চাকুরির সুবাধে তিনি কলেজের পাশে মৈশাতুয়ায় একটি বাসায় ভাড়া থাকতেন। দুই ছেলে ও একমাত্র মেয়ের পড়াশুনার সুবিধার্থে তার স্ত্রী সাভারে থাকতেন।

করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকায় শিক্ষক আল মামুন সাভারে স্ত্রী-সন্তানের কাছে গিয়েছিলেন। তিনি আগে থেকেই এ্যাজমা ও ডায়াবেটিসে ভুগছিলেন। ইতিমধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। ঈদের আগেরদিন নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা ধরা পড়ে। এদিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে ঈদের দিন সকালে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শ্বাসকষ্ট বেড়ে গেলে আইসিইউতে নেয়ার প্রস্তুতি চলছিল। এরই মধ্যে মঙ্গলবার বিকেল চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে ঢাকায় তালতলা কবরস্থানে দাফন করা হয়।