করোনা জয় করলেন কেন্দুয়ার ইউএনও-ওসি

by

করোনাকে জয় করলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান। প্রায় দুই সপ্তাহ আইসোলেশনে থেকে অবশেষে করোনাকে জয় করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ এ দুই কর্মকর্তা।

গত ১১ মে তাদের করোনা পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছিল। এরপর থেকে নিজ কর্মস্থলের সরকারি কোয়ার্টারেই আইসোলেশনে ছিলেন তারা। সম্প্রতি দুই দফা পরীক্ষা করে তাদের করোনা পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ আসে। 

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, আক্রান্ত হওয়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান করোনাবিরোধী যুদ্ধে মাঠে সক্রিয় ছিলেন। এর অংশ হিসেবে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিতকরণ, মানুষকে ঘরমুখী করা, বাজার নিয়ন্ত্রণ, আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন, গণপরিবহন বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং কর্মহীন মানুষদের মধ্যে ত্রাণ সরবরাহ-এমন নানা কাজে জড়িয়ে ছিলেন ইউএনও ও ওসি।

এ অবস্থায় চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে তাঁরা করোনাভাইরাসে আক্রান্ত কি-না, তা জানতে নমুনা দেন। পরে ১১ মে নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায় দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত। এরপর থেকে উপজেলা পরিষদ এবং থানার সরকারি কোয়ার্টারে নিজ নিজ বাসায় থেকেই চিকিৎসা নেওয়াসহ প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেছেন। 

এ অবস্থায় স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রায় দুই সপ্তাহ আইসোলেশনে থেকে পরপর দুই দফা তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ আসে। এর মধ্যে ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান নমুনা পরীক্ষার সর্বশেষ ফলাফল ‘নেগেটিভ’-এই সুসংবাদটি জানতে পারেন বুধবার। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান তাঁকে এ বিষয়টি নিশ্চিত করেন। আর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে গত রবিবার রাতে নমুনা পরীক্ষার সর্বশেষ ‘নেগেটিভ’ ফলাফল জানতে পারেন ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। ফলে একইদিনে শনাক্ত হয়ে প্রায় একই সময়ে করোনা জয় করলেন ইউএনও ও ওসি।

এদিকে করোনাবিরোধী যুদ্ধে মাঠে সক্রিয় থাকা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ এ দুই কর্মকর্তার অবশেষে করোনামুক্ত হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। 

এ বিষয়ে ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম এবং ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা সাংবাদিকদের বলেন, ‘করোনাকে ভয় নয়, আক্রান্ত হলে চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ মেনে চলাসহ মনোবল শক্ত রেখে একে জয় করতে হবে।’

বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আবদুস সালাম জানান, নমুনা পরীক্ষার সর্বশেষ রিপোর্টের প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী এ পর্যন্ত উপজেলায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। বাকীরা চিকিৎসাধীন আছেন।