বিএসএমএমইউ'র পরীক্ষাতেও জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ
by কালের কণ্ঠ অনলাইনবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও (বিএসএমএমইউ) করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর।
আজ বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠকে তিনি নিজেই একথা জানান। এর আগে গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
জাফরুল্লাহ চৌধুরী কালের কণ্ঠকে জানান, বিএসএমএমইউতে করোনা পরীক্ষা করা হলে সেখানেও তার পজিটিভ এসেছে। এর আগে তার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত অ্যান্টিজেন কিট দিয়ে পরীক্ষায় পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন।