ভারত-চীনকে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

by

সীমান্ত ইস্যুতে ভারত এবং চীনের মধ্যে চরম উত্তেজনা চলছে। এ রকম পরিস্থিতিতে ভারত-চীনকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার তিনি এ প্রস্তাব দেন। 

ডোনাল্ড ট্রাম্প  বলেছেন যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব একচু্য়াল কন্ট্রোল-এলএসি) দুই প্রতিবেশীর সামরিক বাহিনীর মধ্যে সৃষ্ট অব্যাহত স্থবিরতায় ভারত ও চীনের মধ্যে বর্ধমান সীমান্ত বিরোধে 'মধ্যস্থতা বা সালিশ' করতে 'প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম' তিনি।

ট্রাম্প এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন।নয়াদিল্লি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। 

সে সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে, দ্বিপক্ষীয় ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই।

আজ ভোরে টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আমরা ভারত এবং চীন উভয়কেই জানিয়েছি যে যুক্তরাষ্ট্র  তাদের এখনকার বর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশি করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। ধন্যবাদ!

প্রায় ৩৫০০কিলোমিটার দীর্ঘ এলএসি হলো ভারত এবং চীন মধ্যে ডি-ফ্যাক্টো সীমান্ত।

সম্প্রতি লাদাখ এবং উত্তর সিকিমের এলএসি বরাবর বেশ কয়েকটি অঞ্চলে ভারত ও চীনা উভয় সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে। 

দুই দেশই সেখানে বড় ধরনের সেনাবহর নিয়োজিত করেছে। 

সূত্র : দ্য ইকোনমিক টাইমস