যশোরে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত

by

যশোরে বন্ধ থাকা দোকানপাট-ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দোকানপাটে ক্রেতা বিক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ বুধবার দুপুরে যশোর সার্কিট হাউজে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ। 

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, যশোর জেলার ব্যবসাপ্রতিষ্ঠান তথা দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা ইচ্ছা করলে দোকানপাট খুলতে পারবেন। তবে ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। পরস্পরের সঙ্গে নির্ধারিত দূরত্বও বজায় রাখতে হবে। আর গণপরিবহন আগের মতোই বন্ধ থাকবে। 

সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আশরাফ হোসেন, করোনাসংক্রান্ত বিষয়ে যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল নেয়ামুল, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, প্রেস ক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। 

এর আগে গত ২৭ এপ্রিল যশোর জেলা লকডাউন করা হয়। এর প্রায় দুই সপ্তাহ পর সরকারি নির্দেশনা অনুযায়ী ১০ মে দোকানপাট খুলে দেওয়া হয়। কিন্ত ঈদবাজারে মানুষের চাপ বাড়ায় ও স্বাস্থ্যবিধি না মানায় ১৯ মে থেকে আবার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।