https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/27/image-167877.jpg

কাপাসিয়ায় কৃষকের ফোনে সবজি কিনলেন ইউএনও

by

গাজীপুরের কাপাসিয়ায় কৃষকের ফোন পেয়ে ক্ষেত থেকে সবজি ক্রয় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা। আর সে সবজি অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করেন বুধবার সকালে উপজেলার আমরাইদ গ্রামের মফিজ ও কফির প্রায় তিন বিঘা সবজি বাগান থেকে প্রায় ১০ মণ মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল ক্রয় করেন।

এ ব্যাপারে কৃষক মফিজ বলেন, বাজারে সবজির কাঙ্ক্ষিত ন্যায্য দাম না পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে তিনি আশ্বাস দেন সবজি ক্রয় করার তারই ধারাবাহিকতায় আজ বাগান থেকে কাঙ্ক্ষিত ন্যায্য দাম দিয়ে সবজি কিনে নেন।

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, আমরাইদ গ্রামের কৃষক মফিজ ফোন দিয়ে বলেন- কাঙ্ক্ষিত দাম না পেয়ে সবজি বাগানে পচে যাচ্ছে, সে আলোকে কাঙ্ক্ষিত দাম দিয়ে ক্ষেত থেকে সবজি ক্রয় করা হয়, আর এই সবজি উপজেলা অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/২৭মে/এলএ)