করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/28/916f7438997021b346369cc7e20b5d30-5eceb723d5329.jpg
সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তির ১৪ ঘণ্টা পর খোরশেদ আলম (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। এর আগে তিনি মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি সদর উপজেলার তরপুরচণ্ডী এলাকায়।

চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, তিনি গত রাত ১২টায় হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টায় মারা যান। মৃত্যুর আগেই আমরা তার নমুনা সংগ্রহ করেছি।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত ব্যবস্থা অনুযায়ী তার দাফন কাজ সম্পন্ন করা হবে।