কুমিল্লায় চেয়ারম্যান, কাউন্সিলরসহ ৩৫ জনের করোনা শনাক্ত
by নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাকুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল ও তাঁর অফিসের তিনজনের করোনা শনাক্ত হয়েছে। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৩ মে তিনি নমুনা টেস্ট করেন আজ ২৭ মে তাদের ফলাফল পজিটিভ আসে। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, তিনি ভালো আছেন, সকলের দোয়া চেয়েছেন। তাঁর অফিসের পিআইও পজিটিভ আসার পর তিনি টেস্ট করান।
কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহাবুবের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আজ ২৭ মে জেলার ৩৫ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
জানা গেছেন, করোনা সংক্রমিত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় সংক্রমণ প্রতিরোধে জেলা সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী কোয়ারেন্টিনে আছেন।
একই ঘটনায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংস্পর্শে থাকায় নমুনা টেস্ট করার পর তিনিও কোয়ারেন্টিনে যাবেন।