রাজীবপুরে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

by

কুড়িগ্রামের রাজীবপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মমিনুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে। সর্দি জ্বর ও বমি হওয়ায় অজ্ঞান অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধায় দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

এদিকে আজ বুধবার নিহত পরিবারের আরো দুই সদস্য সাবিনা বেগম (৩০) ও কাকলি খাতুন (১৩) সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, একই পরিবারের একজন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় ওই পরিবারের অন্য দুই সদস্য হাসপাতালে আসলে তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করিয়ে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। 

নিহতের বাবার নাম জাবেদ আলী। উপজেলার জাউনিয়ার চর লম্বাপাড়া গ্রামে তাদের বাড়ি। পরিবার সূত্র জানা গেছে, বাইরের জেলা থেকে কোনো লোক তাদের বাড়িতে আসেনি বা কেউ কোথাও যায়নি। এ অবস্থায় ওই বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।