আখাউড়ায় ঝড়ে অর্ধশত ঘর লণ্ডভণ্ড

by

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার সকালে হয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। ঝড়ের পর থেকে দীর্ঘ প্রায় নয় ঘণ্টা একটানা বিদ্যুৎ ছিল না।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই আখাউড়ায় ঝড়ো হাওয়ার সঙ্গে টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হয়। এতে আখাউড়া পৌর এলাকা, দক্ষিণ ইউনিয়ন, ধরখার, মনিয়ন্দে অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তারাগন, দেবগ্রামসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সংযোগ বিচ্ছিন্ন হয়।

আখাউড়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী জানান, দুপুর নাগাদ ৪৮টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ১২টি ও দক্ষিণ ইউনিয়নে ২৯টি ঘর রয়েছে। এতে আনুমানিক প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।