করোনায় ঢাকায় মৃত্যু, কুষ্টিয়ায় দাফন

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2017/08/14/cdf77c088e5b39ddb78e495d6dba68bb-599145466fead.jpg

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মুগদা হাসপাতালে মৃত্যুবরণ করেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের এক বাসিন্দা (৬৫)। পরে বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি একজন অবসরপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা। তিনি স্নায়ু রোগে ভুগছিলেন। কয়েকদিন পূর্বে হঠাৎ স্ট্রোক করলে তাকে ঢাকার মুগদা হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুসের করোনা শনাক্ত হয় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী জানান, সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের যেভাবে দাফন করা হয় সে নিয়মে মৃত ব্যক্তির দাফন করা হয়েছে।