ভার্চুয়াল কোর্টের মাধ্যমে ৮৭৬ আসামির জামিন

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2018/03/01/ba902c8c1f12eed6e98b265d86b2955c-5a97ba83320ec.jpg
আদালত

ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের অধস্তন আদালতসমূহে এক হাজার ৮৫৬টি জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে ৮৭৬ আসামির জামিন মঞ্জুর কর করা হয়েছে। বুধবার (২৭ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে, গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সে নির্দেশ অনুসারে গত ১২ মে সারাদেশের বিচারিক আদালত ৩৫০টি আবেদনের শুনানি নিয়ে ১৪৪ জন, গত ১৩ মে এক হাজার ১৮৩ টি আবেদনের শুনানি নিয়ে এক হাজার ১৩ জনকে, গত ১৪ মে এক হাজার ৮২১, গত ১৭ মে তিন হাজার ৪৪৭ জনকে, গত ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, গত ১৯ মে চার হাজার ৪২ জন এবং গত ২০ মে চার হাজার ৪৮৪ আসামিকে জামিন দেওয়া হয়।