সিলেটে করোনা উপসর্গে ইউপি সচিবের মৃত্যু

by

সিলেটে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ইউপি সচিব মারা গেছেন। তিনি জেলার জৈন্তাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। আজ বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার দিবাগত রাত ২টায় ওই ইউপি সচিব হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন মঙ্গলবার দিবাগত রাত ২টায় হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট বেশি ছিল। বুধবার দুপুর সাড়ে ১২টায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে জানিয়ে এই চিকিৎসক জানান, রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না। তবে তার দাফন স্বাস্থ্যবিধি মেনেই হবে।