করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু
by প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সবুজবাগের ড্রামেরপুল সংলগ্ন এলাকায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এক সপ্তাহ ধরে তাঁর জ্বর, কাশি ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই মুক্তিযোদ্ধার এক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ ধরে ওই মুক্তিযোদ্ধা জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাঁর শরীরে ব্যথাও ছিল। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ খাওয়ার পরামর্শও দিয়েছিলাম। তাঁকে করোনাভাইরাস পরীক্ষা করার কথা ছিল। কিন্তু শেষমেশ তিনি আজ মারা গেলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল সেখানে যাচ্ছে। তাঁর নমুনা সংগ্রহ করা হবে। তাঁদের পরিবারের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হবে। পরিবারের লোকেরা চাচ্ছেন রাতেই শেষকৃত্য করতে, তাই আমরা উপজেলার করোনা প্রতিরোধ কমিটির দাহ করার দল সেখানে পাঠাচ্ছি।’