https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2017/07/26/26c4860b3dce5043e9b75e8c73c0f567-59782ae36dabf.jpg
প্রতীকী ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিকের জামিন হয়নি

by

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দৈনিক আমার হবিগঞ্জের প্রকাশক, সম্পাদক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্তের জামিন হয়নি। আজ বুধবার দুপুরে হবিগঞ্জের জ‌্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের ভার্চ্যুয়াল আদালতে মামলার জামিন শুনানি হয়। এতে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

জামিন শুনানিতে বাদীপক্ষে আইনজীবী ছিলেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ। বিবাদীর পক্ষে ছিলেন হবিগঞ্জ বারের জ‌্যেষ্ঠ আইনজীবী মোহিত আহমেদ চৌধুরী।

আইনজীবী মোহিত আহমেদ চৌধুরী জানান, জমিনের জন‌্য আমরা উচ্চ আদালতে আবেদন করব।

সুশান্ত দাশ গুপ্তের সম্পাদনায় দৈনিক ‘আমার হবিগঞ্জ’ পত্রিকায় হবিগঞ্জের সাংসদ আবু জাহিরের নামে মিথ‌্যা তথ‌্য দিয়ে সংবাদ প্রকাশ এবং সেগুলো ফেসবুক, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ‌্যমে প্রচারণার অভিযোগে ২০ মে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে সুশান্ত দাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় পত্রিকার নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদককেও আসামি করা হয়েছে।

মামলায় ২১ মে সুশান্ত দাশ গুপ্তকে পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তার করে হবিগঞ্জ পুলিশ।