অবশেষে ইরানের পার্লামেন্ট অধিবেশন শুরু, ঐক্যের আহ্বান রুহানির

by

করোনাভাইরাসের মহামারির কারণে প্রায় তিন মাস পর শুরু হয়েছে ইরানের একাদশ সংসদের অধিবেশন। ২৯০ আসনের পার্লামেন্টের উদ্বোধনী দিনে বুধবার কঠোর স্বাস্থ্য বিধি মেনে উপস্থিত ছিলেন ২৭৬ জন সদস্য। অধিবেশনে দেওয়া ভাষণে আইনপ্রণেতাদের দলীয় ও আঞ্চলিক স্বার্থের ওপরে জাতীয় স্বার্থকে স্থান দেওয়ার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/27/fe13b05935ff9715b95563b1dc5a81ce-5ece9b28a4fe4.jpg

প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২১ ফেব্রুয়ারি দেশটিতে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের মহামারির কারণে পার্লামেন্ট অধিবেশন শুরু করা যায়নি। বুধবার পার্লামেন্টের অধিবেশণ শুরু হলেও আইনপ্রণেতারা পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখে অংশ নেন। কেউ কেউ মাস্কও ব্যবহার করেন।

পার্লামেন্টের উদ্বোধণী ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘দেশের জনগণ ও সরকার একসঙ্গে মিলে করোনাভাইরাস ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবিলা করেছে এবং এ ক্ষেত্রে বড় ধরণের সাফল্য অর্জন করেছে।’ তিনি বলেন, ‘ইরানের জনগণ শত্রুদের সব অন্যায় পদক্ষেপ, অপপ্রচার ও অর্থনৈতিক চাপ রুখে দিয়েছে। এর ফলে ইসলামি সরকার ব্যবস্থার ওপর আঘাতের ষড়যন্ত্র ভেস্তে গেছে।’

নিজের দ্বিতীয় ও সর্বশেষ মেয়াদে প্রেসিডেন্ট দায়িত্ব পালন করতে থাকা হাসান রুহানি বলেন, ‘ইরানের সংবিধানের ভিত্তিতে সরকার ও সংসদের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। সংসদ হচ্ছে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতীক। ইরানের সংসদও দেশের ইসলামি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতীক।’