দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী মানুষের ঢল

by

গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন শেষে দক্ষিণাঞ্চল থেকে সড়ক পথে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। পথে নৌপথ পাড়ি দিতে আজ বুধবার সকাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে কর্মজীবী হাজার হাজার মানুষের ঢল নামে।

সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা এলাকা থেকে যাত্রীরা ভেঙে ভেঙে মাহেন্দ্র, অটোরিকশা, ভ্যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে দৌলতদিয়া ঘাটে আসছে। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে ওই সব ছোট গাড়ির চালকরা যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ গুণ বেশি ভাড়া আদায় করছে। করোনা প্রতিরোধে করণীয় নির্দেশনা উপেক্ষা করে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচলকারী ফেরিগুলোতে গাদাগাদি করে নৌপথ পাড়ি দিচ্ছে। এদিকে ওই নৌরুটে চলাচলকারী ফেরির সংখ্যা কম থাকায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে আছে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত শত শত বিভিন্ন গাড়ি। এতে ৫ নম্বর ফেরিঘাট থেকে বাইপাস সড়ক হয়ে ট্রাক টার্মিনাল পর্যন্ত রাস্তার এক পাশে প্রাইভেট কার ও মাইক্রোবাসের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ বলেন, বর্তমান ছোট-বড় মিলে ১২টি ফেরি সার্বক্ষণিক সচল রেখে জরুরি পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ ব্যক্তিগত বিভিন্ন গাড়ি ও যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করায় আজ বুধবার সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।