করোনায় বন্ধ 'কুম্ভমেলা'

by

মাদারীপুরের রাজৈরের কদমবাড়ীতে ২৭মে থেকে ৩দিন ব্যাপী 'কুম্ভমেলা' শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এ বছর তা অনুষ্ঠিত হয়নি। প্রতি বছর মহামানব গনেশ পাগলের এ মেলায় কয়েক লক্ষ ভক্তরা আসেন পূণ্য অর্জনের জন্য। 

জানা যায়, নানা রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ-গান করতে করতে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন মাদারীপুরের রাজৈরের কদমবাড়ির মহামানব শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রমে। সত্য যুগে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে যে অমৃত সুধা উঠেছিল তা চারটি কুম্ভ পাত্রে হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিক এ চারটি স্থানে রাখা হয়েছিল। এ ঘটনার পর থেকে মুনি ঋষিরা কুম্ভ মেলার আয়োজন করে আসছেন।

মাদারীপুর কদমবাড়ী মহামানব শ্রীশ্রী গনেশ পাগল কুম্ভ মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রণব বিশ্বাস বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর কুম্ভ মেলা স্থগিত করা হয়েছে। মেলা স্থগিতের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দেশ বিদেশের ভক্তদেরকে অবহিত করা হয়েছে।