https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকসহ ১৩ জনের করোনা শনাক্ত

by

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে এক সাংবাদিকসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সিভিল সার্জন কার্যালয়ে তাঁদের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ নিয়ে জেলায় ১১৩ জনের করোনা শনাক্ত হলো।

আজ বুধবার বিকেলে জেলার ৩১৭ জনের নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে। তাঁদের মধ্যে ১৩ জনের নমুনার ফল পজিটিভ আসে। তাঁদের মধ্যে জেলার নবীনগর উপজেলার সোনালী ব্যাংকের একজন আনসার সদস্য, কৃষি ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী, উপজেলা পরিষদের একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজনসহ মোট সাতজন, কসবায় একজন সাংবাদিকসহ তিনজন, সরাইলের দুজন ও জেলা শহরের মুন্সেফপাড়ার একজনের করোনা শনাক্ত হয়। তাঁদের আইসোলেশনে আনার প্রক্রিয়া চলছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩। করোনা পরিস্থিতির শুরুর দিকে জেলায় দুজন মারা যান। এখন পর্যন্ত জেলায় ৫৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো আইসোলেশনে আছেন ৪১ জন। তাঁদের মধ্যে ঢাকায় রয়েছেন ছয়জন ও কুমিল্লায় একজন। গতকাল মঙ্গলবার পর্যন্ত জেলায় ৩ হাজার ৫৯১ জনের জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৬৩ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। জেলায় বর্তমানে নবীনগর উপজেলায় করোনায় আক্রান্তে সংখ্যা সবচেয়ে বেশি। এখন পর্যন্ত নবীনগরে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, আজ জেলার চার উপজেলায় ১৩ জন করোনায় শনাক্ত হন।