বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কোচ জুয়েলের মৃত্যু দেশের কারাতের জন্য অপূরণীয় ক্ষতি

by

বাংলাদেশ কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, সাবেক ন্যাশনাল চ্যাম্পিয়ন, জাতীয় কারাতে দলের সাবেক এবং বর্তমানে বাংলাদেশ আনসার কারাতে দলের কোচ মো. হুমায়ুন কবির জুয়েলের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন কারাতে কোচ জুয়েল। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অভিজ্ঞ কারাতে কোচ মো. হুমায়ুন কবির জুয়েলের মৃত্যু এদেশের কারাতের জন্য অপূরণীয় এক ক্ষতি। কারণ হুমায়ুন কবির জুয়েল বাংলাদেশ কারাতের একজন বড় অভিভাবক ছিলেন। তিনি কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের কারাতেকে তুলে ধরেছিলেন।’

তিনি আরো বলেন, ‘হুমায়ুন কবির জুয়েলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’