ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে আইসিসি : শোয়েব আখতার
by কালের কণ্ঠ অনলাইনযখন ক্রিকেট খেলতেন, অনেক ব্যাটসম্যানই তাঁর দুরন্ত বাউন্সারে বেসামাল হয়েছেন। এ বার সেই শোয়েব আখতারের বাউন্সারের মুখে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার কোনও রকম রাখঢাক না করে বললেন, গত দশ বছরে ক্রিকেটটাকে শেষ করে দিয়েছে আইসিসি।
একটি ক্রিকেট ওয়েবসাইটে ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকারের সামনে নিজের হতাশা তুলে ধরেন শোয়েব। তিনি বলেন, আইসিসি এমন কিছু ‘প্লেয়িং কন্ডিশন’ তৈরি করেছে, যাতে ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেট।
শোয়েবের মতে, ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে পড়ছে।
সাবেক এই ফাস্ট অভিযোগ করে বলেন, ‘‘একটা কথা পরিষ্কার বলতে পারি কি? আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে এই কাজটা ওরা করে আসছে। আইসিসিকে বলতে চাই, দারুণ কাজ করেছ। ঠিক যা ভেবেছিলে, সেটাই করে দেখিয়েছ।’’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘‘আমি বার বার বলে আসছি, ওভার পিছু এক বাউন্সারের নিয়মে বদল আনা উচিত। এখন তো দুটো নতুন বল আর বৃত্তের বাইরে মোটে চারজন ফিল্ডার থাকে। আইসিসিকে দয়া করে জিজ্ঞেস করো, গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? সেই শচীন বনাম শোয়েব লড়াই কোথায়?’’
শচীন প্রসঙ্গে শোয়েব বলেন, তিনি কোনো দিন মাস্টার ব্লাস্টারের বিরুদ্ধে আগ্রাসী মেজাজ দেখাননি। কারণ শচীনকে তিনি সম্মান করতেন।
কোহলির বিরুদ্ধে খেললে কী রকম হত তাঁদের দ্বৈরথ? এ প্রসঙ্গে শোয়েব বলেন, ‘‘আমার লক্ষ্য থাকত, বিরাটের মনোসংযোগ নষ্ট করা। মারাত্মক গতিতে বল করে আমি চেষ্টা করতাম, বিরাটকে পুল বা কাট খেলানোর। এই দুটো শট ওর হাতে বিশেষ নেই।’’