লকডাউনে অন্য রোগী মৃত্যুর হার বাড়ছে

by

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে বিশ্বের বিভিন্ন দেশেই লকডাউন চলছে। করোনা সংক্রমণ থামাতে মাস্ক ব্যবহার, জীবাণুনাশক প্রয়োগ ও শারীরিক দূরত্ব বজায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা।

কিন্তু করোনার জেরে বিভিন্ন দেশে রোগীরা পড়ছেন নানা ধরনের বিড়ম্বনায়। বিশেষ করে করোনা আক্রান্ত না হয়েও অন্য রোগীরা বর্তমানে চিকিৎসা পেতে হেনস্থার শিকার হচ্ছেন। অনেকেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।

জানা গেছে, আগের তুলনায় যুক্তরাজ্যে রোগী মৃত্যুর হার বেড়ে গেছে। এক সপ্তাহে প্রায় দুই হাজারের বেশি রোগী মারা গেছে সে দেশে। 

গত ১৫ মে পর্যন্ত হাসপাতালে মারা যাওয়া রোগীদের মধ্যে ৮৯ শতাংশ করোনা আক্রান্ত নয়। করোনা মহামারির মধ্যে যুক্তরাজ্যের হাসপাতালে ৫৪ হাজার ৩২ জন রোগী মারা গেছে। তার মধ্যে ১২ হাজার নয়শ ৩২ জন করোনা আক্রান্ত নয় বলে চিহ্নিত করা হয়েছে।

অভিযোগ রয়েছে, করোনার জেরে অন্য রোগীরা আর সেভাবে চিকিৎসা পাচ্ছেন না। সে কারণে মারা পড়ছেন। 

এমনকি করোনা আক্রান্তরাও চিকিৎসায় গাফিলতির কারণে মারা যাচ্ছেন।  কেউ অসুস্থ হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা পেতেও নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

সূত্র : কনজারভেটিভ ওমেন