https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/03/18/b32bee8518e987a54dbd18b72dfebfbb-5e71c85a58c92.jpg
প্রতীকী ছবি

শ্রীপুরে এক দিনে ১২ জন সংক্রমিত

by

গাজীপুরের শ্রীপুরে এক দিনে সর্বোচ্চ ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে কয়েকজন কারখানাশ্রমিক রয়েছেন। ৬৯ জনের নমুনা পরীক্ষায় এ ফলাফল মিলেছে বলে আজ বুধবার রাতে প্রথম আলোকে জানিয়েছেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ আকরাম।

ফাতেহ আকরাম জানান, ১৯ মে কয়েকটি কারখানার ৪৪ জন ও হাসপাতালে আসা বাকিদেরসহ মোট ৬৯ জনের নমুনা পাঠানো হয়। পরে সেগুলোর রিপোর্টে ১২ জনের পজিটিভ ফল আসে। তাঁদের বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে এক দিনে এত বেশি রোগী শনাক্ত হয়নি। বর্তমানে তাঁরা কারখানার কর্মীদের নমুনা সংগ্রহে বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন।

শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুরে এ পর্যন্ত ১ হাজার ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ফল এসেছে মোট ৫৮ জনের। গত ২ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। আক্রান্ত অন্যরা বাড়িতেই স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিচ্ছেন।