আইসোলশনে পুলিশের ৯৯৯ সদস্য
by বাংলা ট্রিবিউন রিপোর্ট
করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে আইসোলশনে আছেন পুলিশের ৯৯৯ সদস্য। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সংখ্যাটি পুলিশের জনপ্রিয় সার্ভিসের হটলাইন নাম্বারের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) বিকাল পর্যন্ত সারাদেশে পুলিশে করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৮৭ জন। আর সোমবার (২৫ মে) পর্যন্ত মারা গেছেন ১৪ জন। কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ৭০৩ জন। ডিএমপিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫০১ জন।