কাঠমিস্ত্রি কমলেশ হত্যারহস্য উদঘাটনের দাবি

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/500x0x1/uploads/media/2016/01/25/109bc01d3dfadb405c02aff3e47076d5-.jpg
গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাঠমিস্ত্রী কমলেশ বাড়ৈ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের দাবি, স্ত্রীর অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় কমলেশকে। এ হত্যা মামলার প্রধান আসামি মন্মথ বাড়ৈকে গ্রেফতারের পর সে ও নিহতের স্ত্রী সুবর্ণা বাড়ৈ পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বুধবার (২৭ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে নিখোঁজের ৩ মাস পর মাটির নিচ থেকে কাঠমিস্ত্রি কমলেশ বাড়ৈর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন বিকেলে পুলিশ কাঠমিস্ত্রির স্ত্রী সুবর্ণাকে আটক করে এবং রাতে মাদারীপুর জেলার রাজৈর থেকে প্রধান আসামি মন্মথ বাড়ৈকে গ্রেফতার করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধারের পর কমলেশ বাড়ৈর ভাই রবেন বাড়ৈ বাদী হয়ে মন্মথ ও সূবর্ণাকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মন্মথ ও সূবর্ণা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কমলেশকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। তাদেরকে আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।