মানিকগঞ্জে করোনা লক্ষণে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু

by

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলোশন ওয়ার্ডে করোনাভাইরাসের (কভিড-১৯) লক্ষণে চিকিৎসাধীন আরও দুই জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে হাসপাতালের আইসোলোশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। এছাড়া নাসির হোসেন (১৬) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলায়।

ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়ার জন্য গত ২২ মে বিকেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।

এছাড়া মঙ্গলবার বিকেল ৫টায় ১৬ বছর বয়সী কিশোর শরীর ব্যথা ও শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখান থেকে তাকে মঙ্গলবার রাত ১১টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে মঙ্গলবার ১১টার দিকে তার মৃত্যু হয়। কিশোরের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।