অনলাইন সংবাদ সম্মেলনে মিচেল স্টার্ক

বলে লালার ব্যবহার নিষিদ্ধ করলে ক্রিকেট ‘বিরক্তিকর’ হয়ে ওঠবে

by

করোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। তার মধ্যে অন্যতম প্রস্তাব, থুতু দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা। তবে বল শাইন করতে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করলে ক্রিকেট ‘বিরক্তিকর’ হয়ে ওঠবে বলে মন্তব্য করেছেন মিচেল স্টার্ক। গতকাল মঙ্গলবার রিপোর্টারদের এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা বলেন অস্ট্রেলিয়ার এ প্রধান পেসার।  

তিনি বলেন, ‘আমরা এটা (বলে লালা ব্যবহার) হারাতে চাই না অথবা কমাতেও চাই না। এ রকমটা হলে বল সুইংয়ের জন্য অন্য কিছু দিতে হবে।’

৩০ বছর বয়সী পেসার আরো বলেন, ‘অন্যথা লোকজন আর এটা (ক্রিকেট) দেখবে না এবং বাচ্চারাও আর বোলার হতে চাইবে না। অস্ট্রেলিয়ায় গত দুই বছরে আমরা দেখেছি ফ্ল্যাট উইকেট বানাতে এবং এখানেও যদি বল সোজায় যায় তবে এ প্রতিযোগিতা একেবোরে বিরক্তিকর হয়ে যাবে।’