দক্ষিণ-পশ্চিমের দুই নৌরুটে ঢাকামুখী মানুষের চাপ

by

করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার ঘোষিত লকডাউন শিথিল করায় ঈদের আগে গত শুক্রবার রাজধানী থেকে মানুষের ঢল নামে ঘরমুখী মানুষের। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই প্রধান নৌরুট শিমুলিয়া-কাঁঠালবাড়ী ও দৌলতদিয়া-পাটুরিয়ায় চালু হয় ফেরি সার্ভিস।

এর পাঁচ দিনের মাথায় ঈদের পর আজ বুধবার (২৭ মে) জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে পুনরায় ঢাকায়  ফিরতে শুরু করেছে কর্মজীবী  মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, আজ বুধবার (২৭ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরি যোগে আসছে। তিনি বলেন, সকাল থেকে দৌলতদিয়া পয়েন্ট থেকে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। এখন ১৫টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে নৌ-পথ পারের কাজে নিয়োজিত। যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটেও স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল। ফেরিগুলোতে ব্যক্তিগত পরিবহন, কাঁচামালবাহী ও পণ্যবাহী ট্রাক এবং সাধারণ যাত্রীদের পারাপার করা হচ্ছে।

বিআইডাব্লিউটিসি কাঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা জানান, বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়ছে। নৌরুটে স্পিডবোট ও লঞ্চ বন্ধ রয়েছে। এ কারণে ফেরিতে যাত্রীদের চাপ বাড়ছে। বর্তমানে আটটি ফেরি সকাল থেকে চলাচল করছে। তবে ঝড়ের কারণে সকালে এক ঘণ্টা বন্ধ ছিল।