https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/27/image-167820.jpg

বিমান চালুর দ্বিতীয় দিনেই করোনার হানা, যাত্রীরা কোয়ারেন্টাইনে

by

লকডাউন শিথিল করে দেশের ভেতর বিমান চালু করেছে ভারত। বিমান চালুর দ্বিতীয় দিনেই করোনা ধরা পড়াই একটি ফ্লাইটের সব যাত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দিল্লি থেকে লুধিয়ানাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মেলে। আক্রান্ত ব্যক্তি অ্যালায়েন্স এয়ারের সিকিউরিটি বিভাগে কর্মরত। তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় বিমানের সমস্ত যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার এয়ার ইন্ডিয়ার তরফ ধেকে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

এয়ারলাইনসের তরফ থেকে জানানো হয়েছে আক্রান্ত ওই যাত্রীর ফেস মাস্ক, গ্লাভস ও ফেস শিল্ড সবই ছিল। তাছাড়া ওই ব্যক্তির পাশে কেউ বসেননি। ফলে সংক্রমণের আশঙ্কা কমই রয়েছে।

ভারতে লকডাউন শিথিল করে অভ্যন্তরীণ বিমান চালু হওয়ার প্রথম দিনে ৩৯ হাজার যাত্রী ভ্রমণ করেছেন বলে জানানো হয়েছে।

ঢাকা টাইমস/২৭মে/একে